ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মীর জামালের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে বরগুনায়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাউনহল অগ্নিঝড়া একাত্তর চত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মীর জামালের স্বজনরা।

মানববন্ধনে একাত্মতা পোষন করে অংশগ্রহন করে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মীর জামালের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে বরগুনার প্রবীন সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন, দেড় বছর ধরে কারাবন্ধী সাংবাদিক মীর জামালের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে মীর জামালকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবার কথাও বলেন তিনি।

মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর