ডিমলায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানি ইউনিয়নের কুটিপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি পুকুর মালিকের।

সরেজমিনে জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা নিজাম উদ্দিন (৬০) পুকুরে বিষ প্রয়োগ করে। (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়। পুকুর মালিক নিজাম উদ্দিনেল অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করেছেন তার বড় বোন জহুরুন্নেছা বেগম (৬৫)।

গত দুই বছর ধরে তিনি ওই পুকুরের মাছ চাষ করে বড় করছেন। ফলে তিনি ২ লাখ টাকার আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।

তবে বিষয়টি অস্বীকার করে জহুরুন্নেছা বলেন, আমি তার আপন বড় বোন। জমি জমা নিয়ে বিরোধের জেরে আমার ছোট ভাই নিজাম আমাকে ফাসানোর চেষ্টা করছে।

ডিমলা থানার এসআই আকতার হোসেন থানায় অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর