ইউনিয়ন পরিষদ ভবনে আগুন, পুড়ে ছাই কাগজপত্র

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষের অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জামসহ কাগজপত্র পুড়ে গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা আধা ঘোন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আগুনে পরিষদ কার্যালয়ের ২টি প্রিন্টার, একটি ফটোকপি করার মেশিন, একটি ডিজিটাল ক্যামেরা ও একট ল্যাপট্যাপসহ বিভিন্ন কাগজপত্র পড়ে গেছে।

সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছি। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর