শুধু ঢাকাতেই আছে সাড়ে ৩ হাজার মাদক ব্যবসায়ী!

শুধুমাত্র ঢাকা বিভাগেই সাড়ে ৩ হাজারেরও বেশী মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সম্প্রতি তাদের প্রস্তুত করা এক তালিকা থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

ডিএনসির এই কর্মকর্তা জানান, তালিকা অনুযায়ী শীঘ্রই অপরাধীদের ধরতে অভিযান শুরু হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আগেও মাদক কারবারীদের তালিকা তৈরি করেছিল। দুই মাস আগে পূর্বের তালিকা হালনাগাদ করা হয়েছে। আমরা ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন অভিযান পরিচালনা করার জন্য আগে লোকবল ও লজিস্টিক সাপোর্টের যে সংকট ছিল তা অনেকটা দূর হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর