টাঙ্গাইলে দুই ক্লিনিককে সিলগালা ও জরিমানা

টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। যার অধিকাংশেরই নেই কোন বৈধ কাগজপত্র। এজন্য বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুই ক্লিনিককে জরিমানাসহ সিলগালা এবং আরও দুই ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের শামসুল হক ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা ও সোনার বাংলা ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া এই দুই ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযানে আরও দুই ফাহেমা মর্ডান ক্লিনিক ও রোকেয়া আই কেয়ার ক্লিনিককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং ৭ দিনের সময় দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সিভিল সার্জনের অফিসের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর