পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীর জরিমানা

নাজমুল হাসান জনী,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলায় ভেজাল বিরোধী পৃথক অভিযানে ভোক্তা অধিকার আইন এর বিভিন্ন ধারায় তিন ব্যাবসায়ী কে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর বাজার এলাকায় ভেজাল বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন।

এসময় ভেজাল সরিষার তেল তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় সুবল সাহা নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে মনিন্দ্র চন্দ্র ঘোষকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ভাই ভাই স্টোরের আরিফ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর