পীরগঞ্জে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী’র মতবিনিময় সভা

পীরগঞ্জে দীর্ঘ ১৯ মাস পর নিজ নির্বাচনী এলাকা মতবিনিময় সভা করলেন রংপুর-২৪, পীরগঞ্জ-৬ আসনের এমপি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী ২দিনের সফরে পীরগঞ্জে এসেছিলেন।

তাঁর সফর উপলক্ষে পীরগঞ্জ সদর সেজেছিল বর্ণিল সাজে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণের পাশাপাশি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা উপজেলা সদর। পীরগঞ্জ পৌর আওয়ামী লীগসহ ১৫টি ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে প্রাণ চা ল্যের সৃষ্টি হয়। অনেক দিন পর পীরগঞ্জে স্পীকারের আগমনে অনেক নেতা-কর্মী আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে বিমান পথে সৈয়দপুর হয়ে সড়ক পথে পীরগঞ্জে পৌঁছান তিনি। দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে হলরুমে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা’র সভাপতিত্বে, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শতভাগ স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা/কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন।

এ সময় অডিটরিয়াম হলে সংবাদকর্মীদের প্রবেশাধিকার ছিল খুবই সীমিত। ফলে সংবাদকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রীয়ায় সৃষ্টি হয়। মতবিনিময় শেষে বিকেলেই সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

মোঃ আনজারুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর