বেয়ারস্টোর বিধ্বংসী সেঞ্চুরি

সেমিফাইনাল নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ দুই ওপেনার জেসন রয় নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে কাটা পড়েন।তবে সেঞ্চুরি তুলে নিলেন সঙ্গে থাকা জনি বেয়ারস্টো।

বুধবার (০৩ জুলাই) ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রেটে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।কাপ্তানের সিদ্ধান্ত যে যথাযোগ্য ছিলো তার প্রমাণ রাখছেন ব্যাটসম্যানরা।১২৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন জেসন রয়।ফেরার আগে ৬১ বলে ৬০ রান করেন রয়।রয়ের বিদায়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন জনি বেয়ারস্টো।৯৫ বলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো।এটি তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর