কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা,ক্যামেরা ছিনতাই

এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের ওপর হামলা ও তার ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সাংবাদিক সুমন জানান, গতকাল ( মঙ্গলবার) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে যশোদল সিদ্বেশ্বরী কালীবাড়ী পৌছলে ৪-৫ জন যুবক আমার ওপর শশস্ত্র হামলা চালায় ও মোটরসাইকেল থেকে নামিয়ে গলায় চাকু, কিরিচ ধরে ক্যামেরা ও নগদ টাকা নিয়ে যায়। তখন আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। ততক্ষনে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

রাতেই যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বিষয়টি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন কিন্তু সুষ্ঠু বিচার না পাওয়ায় তিনি বাদী হয়ে বানিয়াকান্দি এলাকার চিহ্নিত ছিনতাইকারী রুকন উদ্দিনের ছেলে রাজু (২২) এবং চান্দু মিয়ার পুত্র আল-আমিন (২৪) কে আসামী করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক বার্তা বাজারকে জানান, এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর