নওগাঁয় ৩শ ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

ফারমান আলী, নওগাঁ প্রতনিধি: নওগাঁয় ৩শ ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩জনকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর তামাগ্রামের মৃতঃ কলিম উদ্দিনের ছেলে আয়েছ উদ্দিন (৫২), আবু বক্করের ছেলে সাদিকুল ইসলাম (৩৫) এবং বাবুপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে শফিকুল ইসলাম (৩৮)। বুধবার দুপুরে জেলার মান্দা উপজেলার ফেরীঘাট থেকে তাদের আটক করা হয়েছে।

বুধবার বেলা ২টায় জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার ইকবাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও‘সি (ডিবি) কেএম শামসুদ্দীনের নের্তৃত্বে এস আই মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্সসহ মান্দা উপজেলার ফেরীঘাট (মান্দা সেতু) এলাকায় অভিযান চালিয়ে ৩টি নীল রঙের জারকিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩শ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩জনকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩লক্ষ ৫০হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। আটক ৩জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর