বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো থাইল্যান্ড

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বাংলাদেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে থাইল্যান্ড।

করোনার সংক্রমণ বৃদ্ধি ও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের নাগরিকদের থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার।

এর ফলে সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে ঢাকার থাই অ্যাম্বাসি সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। থাইল্যান্ড সরকারের প্রক্রিয়া অনুযায়ী ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে হবে। টিকা নিলেও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর