ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়। তারা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন।

উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) এবং মুক্তাগাছার হালিমা খাতুন (২৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আইসিইউতে ১২ জনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৯৬ জন।

এ নিয়ে চলতি মাসে হাসপাতালের করোনা ইউনিটে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ২৮৬ জন ও সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৯৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর