পদ্মায় ট্রলার ডুবি: নিখোঁজের ২৫ দিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজের ২৫ দিন পর স্কুল শিক্ষক আলমগির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শরিয়তপুরের জাজিরা থানায় পদ্মা সেতুর ৫নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। বিকেলে জাজিরা থানায় এসে আলমগীর এর স্ত্রী জোবাইদা ইয়াসমিন জেবা স্বজনদের উপস্থিতিতে আলমগীর হোসেনের মরদেহ শনাক্ত করেন।

পরে ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান মরদেহ ফরিদপুরে আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও নৌকাডুবিতে সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন পানির স্রোতে ভেসে যান। ইতোপূর্বে ট্রলার ডুবির এক সপ্তাহ পর আজমল হোসেনের মরদেহ একই এলাকা থেকে উদ্ধার করেন নৌ পুলিশ।

মিয়া রাকিবুল /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর