বাঁচতে চায় ৬ বছরের সুমাইয়া

নীলফামারীর ডিমলায় বাঁচতে চায় হার্ডের জটিল রোগে আক্রান্ত ছয় বছরের সুমাইয়া। ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী ও একই গ্রামের দিনমজুর বাবু রহমান, তহুরা বেগমের মেয়ে সুমাইয়া (৬) জন্মের ১০ মাস পর হতে হার্ডে ছিদ্র জনিত রোগে ভুগছেন।

সুমাইয়া বর্তমানে ঢাকা বারডেম হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিষ্ট ডাঃ মোঃ জয়নাল আবেদিনের চিকিৎসা ও তত্বাবধানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সুমাইয়ার হার্ডের চিকিৎসায় তিন লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন।

এরমধ্যে সুমাইয়ার ডানচোখেও সমস্যা দেখা দেওয়ায় রংপুরের দ্বিপ আই কেয়ার হাসপাতাল সুমাইয়ার চোখে লে পড়াতে হবে বলে জানিয়েছেন। কিন্তু গরিব অসহায় দিনমজুর পিতা বাবু রহমান ও মাতা তহুরা বেগম অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে না পারায়। শিশুকন্যা সুমাইয়াকে বাঁচাতে দেশ বিদেশের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৭৩৭৩৮৭১৬৩ (সুমাইয়ার পিতা বাবু রহমান)।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর