টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র-ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্রও ইয়াবাসহ সন্ত্রাসী হামিদ বাহিনীর প্রধান হামিদকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্নীলা-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার মৃত হাজী সিকদার আলীর পুত্র হামিদ হোসাইন (৪৫)।

র‍্যাব সূত্র জানায়, হ্নীলা-বাহারছড়া পাহাড়ি ঢালাপথে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান চালায় র‍্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হামিদ বাহিনীর প্রধান হামিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, দুইটি কার্তুজ ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর