কুড়িগ্রামে ভ্যানচালক হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাঁটাকে কেন্দ্র করে নিহত অটোভ্যান চালক আমজাদ হোসেনের (৫৫) হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রৌমারী অটোবাইক শ্রমিক সংগঠন ও এলাকাবাসী।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে নিহতের নিজ গ্রাম উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে রৌমারী প্রেসক্লাব সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

ছবি: বার্তা বাজার।

মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহত আমজাদ হোসেনের স্ত্রী জেনোয়ারা খাতুন,ছোট বোন রাশেদা খাতুন,বড় মেয়ে আলো খাতুন,রৌমারী অটোবাইক শ্রমিক সংগঠনের উপদেষ্টা মহির হোসেন, সভাপতি লিটন মিয়া,সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রোস্তম আলী, কোষাধ্যাক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা নিহত আমজাদ হোসেনের হত্যায় গ্রেফতারকৃত মধু মিয়ার ফাঁসির দাবি করেন। এছাড়াও এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত (১৫ সেপ্টেম্বর) গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে নিহত হন অটোভ্যান চালক আমজাদ হোসেন। এ ঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর