আজ থেকে টিসিবি’র ট্রাকে কম দামে মিলবে পেঁয়াজ

দেশজুড়ে আজ রোববার থেকে টিসিবি’র ট্রাকে স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে টিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশে রোবারর থেকে টিসিবি’র ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।’

আরও বলা হয়েছে, ‘ডিলারদের প্রতিটি ট্রাকে ৩০০-৬০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করার আগে পরিকল্পনা অনুসারে এই পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়া অন্যান্য পণ্য একই মূল্যে বিক্রি করা হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর