৯ বছরের বালককে যৌন হেনস্তা, তরুণীর ২০ বছর কারাদণ্ড

ছাত্রদের দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকারই কিনা তাদের যৌন হয়রানি করতেন। যৌন হেনস্তার অভিযোগে ২৭ বছর বয়সী এক তরুণীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চার বছর আগে এ ঘটনাটি ঘটে ভারতের হায়দরাবাদের এক স্কুলে। নয় বছরের এক ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগে চার বছর আগে ওই তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছিল ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানা করেন।

২০১৭ সালের ১ ডিসেম্বর স্কুলের এক ছাত্রের বাবা ওই কেয়ারটেকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগে তিনি জানান, তার ছেলেকে স্কুলে নিয়মিত যৌন হেনস্থার শিকার হতে হয়। ওই ছাত্রটির বয়স ৯ বছর।

মামলার অভিযোগে বলা হয়, স্কুলের কেয়ারটেকার ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন। এমনকি ছাত্রটির গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্রটি প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে তরুণীকে বিকৃতমনস্ক বলে উল্লেখ করেছিলেন ছাত্রের বাবা।

তিনি পুলিশকে বলেছিলেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে। ছাত্রটিকে ওই তরুণী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ বাবার।

অবশেষে চার বছর পর সেই মামলার নিষ্পত্তি হলো। বিশেষ শুনানিতে বৃহস্পতিবার ওই মামলায় তরুণীকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর