মেলান্দহে সাইকেল পেল ১০৯ গ্রাম পুলিশ

জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জা আজম অডিটোরিয়ামের সামনে উপজেলার এগারোটি ইউনিয়নের ১০৯ জন চৌকিদার-দফাদারকে (গ্রাম পুলিশ) নতুন সাইকেল, গরীব অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাই সাইকেল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আ”লীগের সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, হাজী দিদার পাশা, সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

বাইসাইকেল পেয়ে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জুয়েল রানা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

মোঃ ইমরান মাহমুদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর