ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনায় ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাটের মোনালিসা (২৫) আর উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০) এবং গাজীপুরের শ্রীপুরের রুবাইয়া (২৯)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। আইসিইউতে ৮ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর