চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সেই মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজার (তহা বাজারে ১ তলা) ৪তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলাম।

পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী।

এসময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সদস্যগণ, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, মার্কেটের ব্যবসায়ীগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মার্কেটের ব্যবসায়ীদের পূণর্বাসনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার দ্রুত নির্মাণ কাজ শেষ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

পৌর মেয়র নজরুল ইসলাম আরও জানান, ১তলা বিশিষ্ট মার্কেট ভবন নির্মাণে মোট বরাদ্দ ৫৩ লক্ষ ১৯ হাজার ৩৬৬ টাকা। মার্কেট ভবনে মোট ২৩টি দোকান ঘর নির্মাণ করা হবে। এরই মধ্যে মার্কেট নির্মাণ কাজের জন্য পৌরসভার সাথে চুক্তিবদ্ধ হয়েছে মোঃ আব্দুল জলিলের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স উদয় এন্টারপ্রাইজ’।

নির্মাণ কাজ আগামী বছরের ২৮ এপ্রিলের মধ্যে শেষ হবে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই প্রায় ২’শ বছরের পুরনো পৌরসভার এ তহা বাজার মার্কেটটি ভয়াবহ আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। ফলে নিঃস্ব হয়ে পড়ে এ মার্কেটের প্রায় ৩০জন দোকান মালিক।

আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর