খুলনাজুড়ে একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লো

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের।

এর আগে গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১২০ জনের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় তিনজন, যশোরে একজন, বাগেরহাটে একজন ও কুষ্টিয়ায় একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ১৯২ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ১০১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৯২৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর