নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাবুপাড়া হাজী কলোনী শহীদ কুদরত স্মৃতি সংসদ চত্বরে ওই বিতরণ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা দাবিস এর সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ্ব শাহজাহান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আ শামীম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উপজেলার হতদরিদ্র ও দরিদ্র পরিবারের ৩২জন শিক্ষার্থীকে একটি করে বাই-সাইকেল দেওয়া হয়।

দারিদ্র বিমোচন সংস্থা (দাবিস) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মাসুদুল হক (কচি), রেলওয়ে ইঞ্জিনিয়ার মো. মনসুর আলী, সমাজসেবক মো. মাজাহারুল ইসলাম (মিজু), শহীদ কুদরত স্মৃতি সংসদের সভাপতি মো. মাহফুজুল হক বাচ্চু, সংস্থার সহ-সভাপতি মো. মিজানুল হক মিজান প্রমুখ।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর