সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

একদিনের ব্যবধানে পতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সূচকের উর্ধ্বমুখী প্রবনতায় লেনদেন সমাপ্ত হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসুচক্ ডিএ্সই্ এক্স ই্নডেক্সটি গত কালের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৭১৯৬.৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২ হজার ১০৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ৯৭ কোটি ৪০ লাখ টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি কোম্পনি ও ইউনিটের মধ্যে মধ্যে দর বেড়েছে ১৬৭টি কোম্পানির, বিপরীতে কমেছে ১৫৩টি কোম্পানির শেয়ার দর অপরদকে অপরিবর্তিত ছিল ৫৫টি কোম্পানির শেয়ার দর।

দর বাড়ার তলিকায় থাকা ১৬৭ টি কোম্পানির মধ্যে ১৩৫ টি ছিলো এ ক্যাটাগরির , বি ক্যাটাগরির ২৩টি, এন ক্যাটাগরির ৫ টি এবং ২০টি জেড ক্যাটাগরির বাদবাকি ১০টি ছিলো মিউচুয়াল ফান্ড। অর্থাৎ বিনিয়োগকারীরা ভালো মৈালভিত্তির শেয়ারের প্রতি আস্থা রেখে লেনদেন করছেন।

অপর শেয়ার বাজার চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জন (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৬৬.৭০ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১ হাজার ২৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ২২৭ টির,অপরিবর্তিত ছিলো ৩০ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৭২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর