যেসব অনলাইন নিউজ পোর্টালের বৈধতা রয়েছে

৯২টি ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

এর আগে, গত ৫ মে সংবেদনশীল সংবাদসহ যে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এই নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

যে ৯২টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও বৈধতা রয়েছে-

অনলাইন পোর্টালের তালিকা;
০১. বার্তা বাজার
০২. সংবাদ প্রতিদিন২৪ ডটকম
০৩. টাইম বাংলা নিউজ ডটকম
০৪. বিডি২৪ লাইভ ডটকম
০৫. ইউনাইটেড নিউজ ২৪ ডটকম
০৬. নিরাপদ নিউজ ডটকম
০৭. ইপি-বিডি ডটকম
০৮. দ্য মেইল বিডি ডটকম
০৯. ইউ ৭১ নিউজ ডটকম
১০. কারেন্ট নিউজ ডটকম ডটবিডি
১১. লেটেস্ট নিউজ বিডি ডটকম
১২. সময়ের চিত্র ডটকম
১৩. বার্তা৭১ ডটকম
১৪. দ্য রিপোর্ট ২৪ ডটকম
১৫. নিউজ জার্নাল২৪ ডটকম
১৬. আওয়ার নিউজ বিডি ডটকম
১৭. ওমেনআই২৪ ডটকম
১৮. গ্রিনওয়াচ বিডি ডটকম
১৯. সিনিউজ ভয়েসডটকম
২০. এবিনিউজ২৪ ডটকম
২১. আওয়ার নিউজ২৪ ডটকম
২২. বিডিলাইভ ২৪ ডটকম
২৩. বাংলাদেশ২৪ অনলাইন ডটকম
২৪. উত্তরণ বার্তা ডটকম
২৫. জাগো বার্তা ডটকম
২৫. হট নিউজ২৪ বিডি ডটকম
২৭. শেয়ার নিউজ২৪ ডটকম
২৮. জাগোনিউজ ডটকম
২৯. বাংলা ট্রিবিউন
৩০. রাইজিং বিডি ডটকম
৩১. ঢাকা ডিপ্লোমেট ডটকম
৩২. বিডি মর্নিং ডটকম
৩৩. বিবার্তা ২৪ ডটনেট
৩৪. জুম বাংলা ডটকম
৩৫. বিডিনিউজ২৪.কম
৩৬. বাংলানিউজ২৪.কম
৩৭. বার্তা২৪.কম
৩৮. সারাবাংলা.নেট
৩৯. নিউজবাংলা২৪.কম
৪০. নিউজনেক্সটবিডি.কম
৪১. বিডিজার্নাল.কম
৪২. ঢাকা জার্নাল.কম
৪৩. বাংলা ইনসাইডার.কম
৪৪. একুশে পত্রিকা.কম
৪৫. রেডটাইমস.কম.বিডি
৪৬. এবিনিউজ২৪.কম
৪৭. ডেইলি বাংলাদেশ.কম
৪৮. বাংলারখবর২৪.কম
৪৯. ভাওয়ালনিউজ২৪.কম
৫০. নিউজফ্ল্যাশ২৪বিডি.কম
৫১. ভিনিউজবিডি.কম
৫২. লালসবুজেরকণ্ঠ.কম
৫৩. ঢাকানিউজ২৪.কম
৫৪. এনার্জিবাংলা.কম
৫৫. হাওরবার্তা২৪.কম
৫৬. মুক্তিনিউজ২৪.কম
৫৭. সুখবর.কম
৫৮. মাগুরা প্রতিদিন.কম
৫৯. বিডিসমাচার২৪.কম
৬০. আমার হেলথ.কম
৬১. এশিয়ানমেইল২৪.কম
৬২. আইনিউজ.কম
৬৩. জয়নিউজবিডি.কম
৬৪. নিউজ জি২৪.কম
৬৫. একুশেসংবাদবিডি.কম
৬৬. ডেইলিক্যাম্পাস.কম
৬৭. এমপিনিউজ.কম.বিডি
৬৮. সবুজবাংলাদেশ.কম
৬৯. ডেইলিলোকালয়.কম
৭০. ই-বার্তা২৪৭.কম
৭১. ডিজিটালখবর.কম
৭২. সিএনআইবিডি.নেট
৭৩. নিউজ টু নারায়ণগঞ্জ.কম
৭৪. নিউজ২৪বিবিডি.নেট
৭৫. পিপিবিডি.নিউজ
৭৬. বাংলাদেশবুলেটিন.কম
৭৭. পাঙ্কুরিনিউজ.কম
৭৮. সময়ের কণ্ঠস্বর.কম
৭৯. শুভপ্রতিদিন.কম
৮০. চট্টগ্রামপ্রতিদিন.কম
৮১. আনন্দপত্র.ইনফো
৮২. বাংলাদেশগ্লোবাল.কম
৮৩. বাংলা৫২নিউজ.কম
৮৪. নিউজগার্ডেনবিডি.কম
৮৫. নিউটার্ন২৪.কম

পত্রিকার অনলাইন পোর্টালের তালিকা-
ঢাকা:
০১. বাংলাদেশ প্রতিদিন
০২. প্রথম আলো
০৩. কালের কণ্ঠ
০৪. যুগান্তর
০৫. ইত্তেফাক
০৬. আমাদের সময়
০৭. জনকণ্ঠ
০৮. সমকাল
০৯. সংবাদ
১০. ভোরের কাগজ
১১. মানবকণ্ঠ
১২. প্রতিদিনের সংবাদ
১৩. ইনকিলাব
১৪. বাংলাদেশের খবর
১৫. আমার সংবাদ
১৬. আমাদের অর্থনীতি
১৭. মানবজমিন
১৮. ভোরের ডাক
১৯. আলোকিত বাংলাদেশ
২০. আজকালের খবর
২১. ঢাকা প্রতিদিন
২২. বর্তমান
২৩. বণিক বার্তা
২৪. জনতা
২৫. খোলা কাগজ
২৬. গণকণ্ঠ
২৭. সময়ের আলো
২৮. যায় যায় দিন
২৯. লাখোকণ্ঠ
৩০. বাংলাদেশের আলো
৩১. দেশ রূপান্তর
৩২. দৈনিক ঢাকা টাইমস
৩৩. দৈনিক বাংলা
৩৪. জাগরণ
৩৫. বাংলাদেশ জার্নাল
৩৬. আমার সময়
৩৭. আমাদের নতুন সময়
৩৮. নয়াদিগন্ত
৩৯. আমার বার্তা
৪০. দিনকাল
৪১. বাংলাদেশ কণ্ঠ
৪২. নবচেতনা
৪৩. হাজারিকা প্রতিদিন
৪৪. সংবাদ সারাবেলা
৪৫. অগ্নিশিখা
৪৬. জবাবদিহি

ইংরেজি:
৪৭. এশিয়ান এইজ
৪৮. বাংলাদেশ পোস্ট
৪৯. বাংলাদেশ টুডে
৫০. ফিনান্সিয়াল এক্সপ্রেস
৫১. ইন্ডিপেন্ডেন্ট
৫২. নিউ এইজ
৫৩. অবজারভার
৫৪. ডেইলি স্টার
৫৫. ডেইলি সান
৫৬. ডেইলি ট্রাইব্যুনাল
৫৭. ঢাকা ট্রিবিউন।

ময়মনসিংহ:
৫৮. স্বদেশ সংবাদ
৫৯. জাহান

চট্টগ্রাম:
৬০. আজাদী
৬১. পূর্বকোণ
৬২. পূর্বদেশ
৬৩. আমাদের চট্টগ্রাম
৬৪. নয়াবাংলা
৬৫. সুপ্রভাত বাংলাদেশ
৬৬. সাঙ্গু
৬৭. পূর্বতারা
৬৮. চট্টগ্রাম প্রতিদিন
৬৯. ডেইলি পিপলস ভিউ

রাজশাহী:
৭০. সোনার দেশ
৭১. সোনালী সংবাদ
৭২. সানশাইন
৭৩. দৈনিক বার্তা
রংপুর:
৭৪. দৈনিক পরিবেশ
৭৫. প্রথম খবর
৭৬. যুগের আলো
৭৭. দাবানল

খুলনা:
৭৮. পূর্বাঞ্চল
৭৯. প্রবাহ
৮০. সময়ের খবর
৮১. প্রবর্তন

বরিশাল:
৮২. দৈনিক আজকের বার্তা
৮৩. আজকের পরিবর্তন
৮৪. শাহনামা
৮৫. কীর্তনখোলা।

সিলেট:
৮৬. দৈনিক সিলেটের ডাক
৮৭. জালালাবাদ
৮৮. সবুজ সিলেট
৮৯. শ্যামল সিলেট
৯০. কাজিরবাজার
৯১. জৈন্তাবার্তা
৯২. শুভ প্রতিদিন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর