ময়মনসিংহে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৮৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৩০ কেজি ওজনের ৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে মো. শহিদুল ইসলাম শহিদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ হাসান এ বিষয়ে বলেন, শহিদ একজন দোকানদার ও ফরিয়া ব্যবসায়ী। সে কোন ডিলার নয়। আমরা তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার চাল জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই টন চাল জব্দ করে থানায় রাখা হয়েছে। যার দোকান থেকে এসব চাল জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে একটা মামলা করতে বলেছি। দোকান মালিক শহিদ বর্তমানে পলাতক রয়েছে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর