স্কুল খোলার দিন করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭১ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জন। একদিনে নতুন আক্রান্ত শনাক্তসহ দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৪টি। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৭.৪৬ শতাংশ।

এর আগে শনিবার দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩২৭ জন। এসময় মারা যান ৪৮ জন। দীর্ঘ ১৮ মাস করোনার প্রকোপে বন্ধ থাকা স্কুল কলেজ খুলে দেওয়ার দিনই বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর