এটা কোনো ব্যাপার না

শুরুটা দেখে মনে হচ্ছিল ৩৮০-৪০০ রানের পথেই এগুচ্ছে ভারত। তবে সময়মতোই রানের লাগামটা টেনে ধরে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ভারতকে ৩১৪ রানের মধ্যেই বেধে ফেলেন সাকিব-মোস্তাফিজরা। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩১৫ রান। সাকিব-তামিম-মুশফিকুর রহিমদের ব্যাটের ছন্দটা ধারাবাহিকতা বজায় রাখলে জয় কিন্তু খুব দূরে নয়।

চলতি বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২১ রান অতিক্রম করে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।হাতে জমা ছিলো ৫১ বল। আজও সবাই অপেক্ষায় এমন একটি ক্যামিও ইনিংসের।

৩১৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ।৬ ওভার শেষে ২৪ রান।তামিম ১৬ এবং সৌম্য ৭ রান নিয়ে ব্যাটিং করছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর