বিশ্বকাপের আগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন ৬ ক্রিকেটার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ অক্টোবর থেকে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।

বাছাইপর্ব উতরে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে টাইগারদের। বিশ্বকাপ মিশনে নামার আগে পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার।

বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে ওমরা পালনে যাবেন নাঈম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও আরেক ক্রিকেটার জাকির হোসেনও যাবেন তাদের সাথে।

আগামী ১৬ সেপ্টেম্বর ওমরা পালনের লক্ষ্যে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা। ওমরা পালন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। দেশে ফিরে পরিবারের সঙ্গে এক সপ্তাহ সময় কাটিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে ওমানে পাড়ি দিবে টাইগাররা।

বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২১ অক্টোবর বাছাইপর্বের শেষে ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর