বেতন-ভাতা, পেনসনের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন

মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি: সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা, পেনসন -বোনাস পাওয়ার দাবীতে আন্দোলনের দ্বিতীয় দিন ০২ জুলাই মঙ্গলবার পটুয়াখালী জেলার পাঁচটি পৌরসভার শত শত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কমিটির ঘোষিত দেশব্যাপী পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাস্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা, পেনশন পাওয়ার লক্ষ্যে আন্দোলনের দ্বিতীয় দিন মঙ্গলবার কাল ১০টা থেকে অবিরাম দুপুর ০১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।

অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পটুয়াখালী পৌরসভার সচিব মোঃ হেলাল উদ্দিন, মেডিকেল অফিসার এস.এম একরামুল নাহিদ, সহকারী প্রকৌশলী মোঃ সোলায়মান, বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, উচ্চমান সহকারী কামরুননাহার মিনু, এবিএম রাশেদুল হাসান, শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, কমিউনিটি কর্মকর্তা আয়শা আকতার শিলা, কলাপাড়া পৌরসভার সচিব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, কুয়াকাটা পৌরসভার সচিব মোঃ হুমায়ুন কবির, গলাচিপা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, উচ্চমান সহকারী মিনা নাগ, করনির্ধারক মশিউর ইসলাম মিল্টন, পাম্প চালক আনিচুর রহমান, বাউফল পৌরসভার সচিব মাঈনুল হাসান, সহকারী প্রকৌশরী আতিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন।

বক্তারা উক্ত দাবী আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর