ব্রাজিল থেকে পালালো আর্জেন্টিনার দল

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনায় কোপা আমেরিকার মুখোমুখি হওয়ার পর প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয়ছিলেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে দুই দল। কোয়ারেন্টাইন বিতর্কে ৫ মিনিটের মাথায় খেলা বন্ধ হয়ে যায়। এর সাথে সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা। একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে বাতিল হয়ে যায়।

মূলত কোয়ারেন্টাইনের কারণে ম্যাচটি বন্ধ হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা অভিযোগ করেন, আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল।

ম্যাচ স্থগিতের সাথেসাথেই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিয়ানরা। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা।

আর্জেন্টিনা দলের এতো দ্রুত সময়ে দেশ ছাড়ার কারণ কী – এমন প্রশ্ন উঠেছে। ব্রাজিলিয়ান একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল। কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়েন আর্জেন্টাইন কোচ স্কালোনি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর