নীলফামারীতে যুদ্ধাপরাধী মামলায় ৭ জন গ্রেফতার

তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ৭১ এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ৭ আসামীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার বাবুরহাট গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে নুরল হক (৬৫), গয়াবাড়ী ইউনিয়নের উকিল পাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সহিদুল্লাহ সরকার(৬৫), মৃত বক্তার উদ্দিনের ছেলে মোখলেছার রহমান খোকা(৬৫), দক্ষিন গয়াবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে এক্রামুল হক কাজী(৬৮), ডিমলা নিজপাড়া গ্রামের মৃত সাহাদৎ উল্লাহর ছেলে আলহাজ আব্দুস ছাত্তার(৬৫), দক্ষিন সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল খালেক(৬৫) এবং ডিমলা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে জবেদ আলী (৬৮)কে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, যুদ্ধাপরাধী মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর