ভারত-বাংলাদেশের একাদশে ৪ পরির্বতন

শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মহারণ।মঙ্গলবার (০২ জুলাই) বাংলোদেশ সময় বিকাল সাড়ে তিনটায় এজবাস্টনে শুরু হবে দুই দলের লড়াই।তার আগে দু’দলের মধ্যে টস ভাগ্যের লড়াই।সেখানে জয় পেয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজ দু’দলের লড়াই ঘিরে ভক্তদের পাখির চোখ টেলিভিষণে, কান পেতে রেখেছে রেডিওতে।যাদের পক্ষে সম্ভব তারা ঠিক চলে গেছেন এজবাস্টনে।

আজকের ম্যাচটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।আজ ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ। এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে মাশরাফি মর্তুজার দল। আর ভারতকে হারাতে পারলে এবং লিগে তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষে চারে ওঠার ক্ষীণ আশা থাকবে টাইগারদের।অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে জিততে না-পারলে কপালে দুঃখ রয়েছে বিরাটদের। সেমিফাইনালে যেতে শেষ দু’ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতে হবে কোহলিদের।

এমন ম্যাচে দু’ দলে এসেছে পরিবর্তন।বাংলাদেশ শিবিরে দুটি পরিবর্তন এসছে।মাহমুদউল্লাহর পরিবর্তে সাব্বির এবং মিরাজের পরিবর্তে রুবেলকে ডাকা হয়েছে।ভারতের একাদশেও ২ পরিকর্তন দেখা গেছে।

ভারতের একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি , ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামী, যুজজেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফুদ্দিন, মাশরাফি , রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর