বেতন ভাতার দাবীতে পৌরকর্মীদের দ্বিতীয় দিনে অবস্থান

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর: রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের বেতন ভাতা প্রদান এবং পেনশন প্রথা চালুর দাবীতে দ্বিতীয় দিনের মতো লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলা সভাপতি এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল, লক্ষ্মীপুর পৌর সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রামগঞ্জ পৌরসভা সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহার, রায়পুর পৌরসভার মেডিকেল অফিসার আল ইমরান, রায়পুর পৌর সভাপতি জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, রামগতি পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সচিব আলাউদ্দিন, রামগঞ্জ পৌর সচিব মো. জাকির হোসেন,রায়পুর পৌর সচিব আব্দুল কাদের, শাহজাহান, ওমর ফারুক’সহ ৪টি পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী’সহ সকল কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা, পেনশন প্রথা চালুর দাবী জানান। এছাড়া তাদের দাবি আদায়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর