আইফোন ১৩ তে থাকবে স্যাটেলাইট সংযোগ!

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তারা এবার পরবর্তী আইফোন সিরিজে বিল্ট-ইন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা নিয়ে আসবে বলে এ সংবাদ প্রকাশ করেছে। ‘স্যাটেলাইট সেবা ব্যবহারে আগ্রহীদের হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আইফোন ১৩তে থাকতে পারে লো-আর্থ-অরবিট স্যাটেলাইট কল ও মেসেজিং সুবিধা।’ এমনটাই জানিয়েছেন অ্যাপলের জনপ্রিয় বিশ্লেষক কুও’।

আইফোনে বিল্ট-ইন স্যাটেলাইট সেবা চালু হলে কল ও মেসেজিং সুবিধা পাওয়া যাবে কোনো প্রকার সেল সেবা ছাড়াই প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিং চলাকালীনও যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। এ ফোনটি ব্যবহারে আলাদাভাবে কোনো স্যাটেলাইট কমিউনিকেটর কেনার প্রয়োজন পড়বে না ব্যবহারকারীর।

আইফোনে কোয়ালকমের এক্স৬০ মডেমের সংশোধিত সংস্করণ ব্যবহার হতে পারে শুধু মাত্র স্যাটেলাইটের মাধ্যমে কথা বলার সুবিধা দিতে। স্যাটেলাইটের এই সুবিধা কয়েকটি অ্যাপেই সীমাবদ্ধ থাকবে বলে জানা যায়। মোবাইল স্যাটেলাইট সেবা চিরাচরিত সেলুলার ডেটার থেকে কয়েক গুণ ধীরগতির। এ ছাড়া স্যাটেলাইট সেবায় অনেকে ইন্টারনেটভিত্তিক অ্যাপস ব্যবহার করার সুযোগ নেই।

প্রসঙ্গত, আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করছে অ্যাপল এরকম এক গুঞ্জন ২০১৯ সালে ছড়িয়েছিল প্রতিষ্ঠানটি।
সে খবরে জানা যায় পাঁচ বছরের মধ্যে বাজারে আসতে পারে এ প্রযুক্তি সম্বলিত আইফোন। দুই বছর খুব কম সময় হলেও নতুন খবরটির মাধ্যমে সেই গুঞ্জনের সত্য প্রমাণিত হলো।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন লাইনআপ উন্মোচন করতে পারে অ্যাপল। শুধু প্রো মডেল নাকি সব আইফোন রেঞ্জেই এ সুবিধা আসবে সেটি এখনো নিশ্চিত নয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর