দুই ‘বন্ধু’ এক সঙ্গে ছিলো, এক সঙ্গে গেলো

দিনাজপুরের বীরগঞ্জে বালুর ট্রলি চাপায় ২ স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত দুজনই বীরগঞ্জ উপজেলার পাল্টাপুরের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং বন্ধু ছিলেন।

তাদের একজন পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের আব্দুল লতিফের পুত্র মারুফ (১৭) ও অন্যজন পাল্টাপুর মাদ্রাসা মোড় এলাকার আনোয়ারুলের পুত্র রানা (১৭)।

জানা গেছে, সোমবার (০১ জুলাই) দুপুরে বীরগঞ্জ হতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মারুফ ও রানা। পথে ভোগডমা এলাকার বেলতলী বাজার সংলগ্ন স্থানে বিপরিত দিক জয়ন্তিয়া ঘাট হতে আসা বালুর ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় দুজনই মারাত্মক আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এঘটনায় বালুর ট্রলিটি আটক করে রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর