সিরাজদিখানে মৌলিক সাক্ষরতা প্রকল্পের উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মৌলিক সাক্ষরতা প্রকল্পে (৬৪জেলা) মধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে শিক্ষক, শিক্ষাকা ও সুপারভাইজারদের উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠান হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সহকারী পরিচালক মুন্সীগঞ্জ জেলা উপাষ্ঠাকিন শিক্ষা ব্যুরো মো. হুমায়োন কবীর সরদার, ভি.ডি.এম.কে.এস. এর নির্বাহী পরিচালক আলেয়া বেগম, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, ভি.ডি.এম.কে.এস. এর সহকারী পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর নিরক্ষর মুক্ত বাংলাদেশ গরার প্রতয়ে উপজেলায় ১৮০০০ নিরক্ষর মানুষদের সাক্ষরতা প্রদানের জন্য জাতীয় পুর“ষ্কার গ্রহন কারি এনজিও ভি.ডি.এম.কে.এস.এর কাজ করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর