শেরপুরে ডাকাতি মামলার ২ আসামী আটক

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত শনিবার রাতে ডাকাতি মামলার আসামী আব্দুর রশিদ কানা (৪৮) ও মামুনুর রশিদ মামুন (২৮) কে আটক করা হয়েছে।

জানা যায়, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার গোরসাই গ্রামের আলিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ মামুন শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় গত শনিবার সন্ধ্যায় ঘোরাফেরা করছিল। এ সময় শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম গোপন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। শেরপুর উপজেলার কাশিপাড়া গ্রামের মৃত কিসমত উল্লাহর ছেলে আব্দুর রশিদ কানাকে রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে আটক করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আটককৃতরা তৃতীয় লিঙ্গ (হিজড়া)দের মাইক্রোবাসে ডাকাতির সাথে জড়িত থাকায় তাদের আটক এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর