সিরাজদিখানে উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব উদ্বোধন

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ও মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধনী এবং গণিত সহজীকরন ও নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সফলতা অর্জন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় কমিটির আয়োজনে গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইট ও মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন করেন এস টি এস ফাউন্ডেশন চেয়ারম্যান ও আই,এফ,সি মহা-সচিব সৈয়দ টিপু সুলতান। বিদ্যালয়ের প্রতিটি কক্ষে মাল্টিমিডিয়া সিস্টেম চালু করা হয়। নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সফলতা অর্জন প্রসঙ্গে আলোচনা করেন সুফিয়া সুলতানা রূপা।

বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাঃ জহিরুদ্দীন ও বিশেষ বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ইছাপুরা ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস ধীরণ, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের সাবেক সদস্য আলী আহমেদ, মুক্তিযোদ্ধা বাবুল মল্লিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা, আব্দুল মান্নান শেখ জমির আলী, মোহাম্মদ আলী ভুইয়া, শরীফ বেপারী, জাহিদ হাসান, শাহানাজ বেগম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর