বিচারহীনতা ও গুম-খুনের বিরুদ্ধে বাকৃবিতে মানববন্ধন

রাফী উল্লাহ, বাকৃবি প্রতনিধি: বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্র ফ্রন্ট রিফাত শরীফ সহ সারাদেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত গুম-খুন ও ধর্ষণের বিরুদ্ধে একটি মানববন্ধনের আয়োজন করে। রবিবার দুপুরে বাকৃবির অডিটোরিয়ামের সামনে ওই মানব বন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে ছাত্র্র ফ্রন্ট বাকৃবি শাখার সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবাল রায় প্রান্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সভাপতি ইশরাত জাহান শাপলা সহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থাহীনতার মত বিষয়গুলো রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ব্যর্থতাই প্রমাণ করে। বক্তারা সামনের দিনগুলোতে জনগণের নিস্পৃহতাকে পাশ কাটিয়ে সব শ্রেণী-পেশার লোকজনকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর