রাজধানীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাজিয়া মিছিল

আজ শুক্রবার (২০ আগস্ট) মহরমের ১০ তারিখ, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে বিশ্ব মুসলিমের জন্য ঘটনাবহুল, গভীর শোকাবহ দিন। মুসলিম বিশ্বে দিনটি ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করা হচ্ছে।

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। এ বছর করোনার সংক্রমণের কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়।

তবে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় তাজিয়া মিছিল বের করতে দেখা গেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়। বৃহস্পতিবার রাতে মিরপুরে তাজিয়া মিছিল বের হয়েছিল।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণের কথা বিবেচনায় রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেয়া হবে না।

এদিকে আজিমপুরে ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

মিছিলে যারা যোগ দিয়েছেন তাদের অধিকাংশের পরনে শোকের রঙ কালো পোশাক রয়েছে৷ তাজিয়া মিছিলে যোগ দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলছেন।

হযরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেনের (রা.) শহীদ হওয়ার স্মরণে প্রতি বছর শিয়া সম্প্রদায় এ তাজিয়া মিছিল বের করে থাকে। অনেকেই ইমাম হোসাইন (রা.)-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। সেই সঙ্গে নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করছেন।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর