শুধু ব্যাটসম্যান নয়, বিশ্বকাপ রাঙাচ্ছেন বোলাররাও

বিশ্বকাপের ইতিহাসে ১৮৫তম সেঞ্চুরিটি আসে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। ভারতের বিপক্ষে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপে ২০তম সেঞ্চুরির রেকর্ড এটি। ব্যাটসম্যানরা নিজগুনে গুনান্বিত। চার-ছক্কার ফুলঝুরি ছড়াচ্ছেন। উপভোগ্য ব্যাটিং উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন।

বিশ্বকাপের রান-বন্যা হলেও পিছিয়ে নেই বোলাররা। বিশ্বকাপের মঞ্চে জাদুকরি বোলিং উপহার দিয়ে যাচ্ছেন তারা। অনুমিত ভাবেই ইংল্যান্ডের কন্ডিশনে জ্বলছেন পেসাররা। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা মিলে মোহাম্মদ শামির হাত ধরে। আফগানিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন ভারতীয় ডানহাতি পেসার।

ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আগুনে বোলিং উপহার দিয়েছেন। দল না জিতলেও নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন বোল্ট। দুই হ্যাটট্রিকের সঙ্গে ইনিংসে ৫ পাঁচ উইকেট শিকারের দৃষ্টান্তও দেখাচ্ছেন বোলাররা। ক্রিকেটীয় ভাষায় ইনিংসে ৫ উইকেট শিকারকে ফাইফার বলা হয়।

চলতি বিশ্বকাপে প্রথম ফাইফারের দেখা পান অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন। নিউজিল্যান্ডের বিপক্ষেও ফাইফারের দেখা পান স্টার্ক। ২৬ রানে নেন ৫ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে দুই বার ফাইফার পাওয়ার নজির আগে কেউ দেখাতে পারেননি। অনন্য রেকর্ডই গড়লেন স্টার্ক। পেসারদের পাশাপাশি স্পিনাররাও কার্যকরি ভূমিকা রাখছেন অনেক ম্যাচে।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান বিশ্বকাপের মঞ্চে প্রথম ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন। আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ডটি গড়েন তিনি। এ পর্যন্ত ২০১৯ বিশ্বকাপে ৬ বোলার ইনিংসে ৫টি করে উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে ফাইফার হয়েছে মোট ৬০টি। বিশ্বকাপে প্রথম ফাইফারের দেখা পান অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। ১৯৭৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বকাপের আরও বেশ কিছু ম্যাচ বাকি। সামনের ম্যাচগুলোতেও বোলাররা আপন আলোয় জ্বলে উঠবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর