কিশোর উন্নয়ন কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে নুর ইসলাম(১৫)নামে এক কিশোর গলায় ফাঁঁশ লাগিয়ে আত্নহত্যা করেছে৷(রোববার ৩০শে জুন)সন্ধ্যা ছয় টার দিকে কিশোর উন্নায়ন কেন্দ্রের ভিতরে এঘটনা ঘটে৷নিহত নুর ইসলাম গাইবান্ধা জেলার সদর উপজেলার বন্দরমাথা গ্রামের মতির ছেলে৷

কিশোর উন্নায়ন কেন্দ্রের সাইকো সোসাল কাউন্সিলর মুসফিকুর রহমান জানান,একটি চুরি মামলায় ১৫মে গাইবান্ধা জেল থেকে যশোর কিশোর উন্নায় কেন্দ্রে আসে নূর ইসলাম৷প্রতিদিনের ন্যায় বিকাল চারটার দিকে ছেলেদের খেলা করার সুযোগও দেওয়া হয়৷আবার সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়৷ আজও সন্ধ্যা ছয়টার দিকে নুর ইসলামের ঘরে ঢুকে দেখতে পাওয়া যায় নুর ইসলাম তার নিজ ঘরের ফ্যানের সাথে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁঁশ দিয়েছে৷পরে আমরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসি৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস সন্ধ্যা সাড়ে ৬টার দিকেনুর ইসলামকে মৃৃত ঘোষনা করেন৷চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন,নিহতের গলায় দাগ আছে। ধারনা করা হচ্ছে গলায় ফাঁঁশ দিয়েছে৷তবে ময়না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না৷যশোর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এস আই)লিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আত্মহত্যা কিনা ময়না তদন্ত ছাড়া বলা যাবে না৷

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর