পত্রদূতের মাসিক সাহিত্যসভায় দু’বাংলার কবি-সাহিত্যিকদের মিলন মেলা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পত্রদূতের ষষ্ঠ মাসিক সাহিত্যসভায় দু’বাংলার
বরণ্য কবি-সাহিত্যিকদের কাব্যিক সাহিত্য আড্ডা
মধ্যে আষাড়ের পড়ন্তো বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের স. ম. আলাউদ্দীন মিলনায়তনে সাহিত্য আড্ডায় মেতেছিলেন দুই বাংলার কবি সাহিত্যিক ও লেখকরা। রবিবার বিকালে দৈনিক পত্রদূতের ষষ্ঠ মাসিক সাহিত্যসভায় মিলিত হন দু’বাংলার বরণ্য কবি-সাহিত্যিকরা। কেউ এসেছিলেন কবিতা নিয়ে, কেউ প্রবন্ধ, কেউবা আবার ছোট গল্প। নান্দনিক পরিবেশ ছন্দময় আবেশে কবিতা আবৃত্তি, রাবীন্দ্রিক মুক্ত আলোচনা , প্রবন্ধ পাঠ ও বর্ষা বেদনার ছোট গল্প স. ম. আলাউদ্দিন মিলনায়তনে জেগেছিল বাংলার সাহিত্যের জোয়ার। সম্প্রীতির সুর ছড়িয়ে কণ্ঠে কণ্ঠে ধনীত হয়েছিল সাম্যের গান। বিকাল থেকে সন্ধ্যা অবধি চলে বিরতিহীন এ সাহিত্য চর্চার আসর। দৈনিক পত্রদূতের সম্পাদক মণ্ডলীর সভাপতি মো. আনিসুর রহিমের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক গাজী শাহজাহান সিরাজের পরিচালনায় এ আসর অংশ নিয়ে সাহিত্যর ষোলকলা বর্ণনা করেন কোলকাতার বরণ্য সাহিত্যিক ও সম্পাদক কাজল চক্রবর্তী, কোলকাতার বরণ্য কবি শান্তিময় মুখোপাধ্যায়, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা উপভাষা গবেষক বরণ্য সাহিত্যিক কাজী ওলিউল্যাহ, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমদ বাপী, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার কবি কিশোরী মোহন সরকার, সাহিত্যিক রেজাউল হক রেজা, কবির রায়হান প্রমুখ। অনুষ্ঠান কবিতা আবৃত্তি, প্রবন্ধ ও ছোট গল্প পাঠ করেন গাজী শাহজাহান সিরাজ, কিশোরী মোহন সরকার, শুভ্র আহমেদ, রেজা স্বপন, স ম তুহিন, বাবলু ভঞ্জ চৌধুরী, প্রাণকৃষ্ণ দাস, রেজাউল হক রেজা, মুনসুর রহমান, মনিরুজ্জামান মুন্না, তনুশ্রী নাগ, তৃপ্তিমোহন মল্লিক, বিশ্বজিৎ ঘোষ, তপন কুমার পাল, ইলারা আরাবি, আব্দুল গণি আসাদ, রাজেশ্রী ভদ্র, আব্দুর রব হাওলাদার ও সুমন কুমার ঘোষ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর