কলারোয়া পৌরসভার নতুন বাজেট ঘোষণা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের নতুন কোনো করারোপ ছাড়াই উন্মক্তু বাজেট ঘোষণা করা হয়েছে। বোরবার বিকেলে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা উপলক্ষে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩ লক্ষ ৭০ হাজার ৫শ’ ৫ টাকা ৭৩ পয়সার বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বাজেট ঘোষণার পর নাগরিক প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, নতুন কর আরোপ না করাটা একটি ইতিবাচক সিদ্ধান্ত। তবে দ্বিতীয় শ্রেণির পৌরসভা হিসেবে আরও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন রয়েছে। তার মধ্যে রয়েছে-পানীয় জল সরবরাহ, রাস্তা উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন্নেছা লুতু, কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু, শেখ জামিল হোসেন, এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি, আলফাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, পৌর বিদ্যুৎ প্রকৌশলী সরওয়ার্দ্দি, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল ইসলাম, পৌরসভার টিএলসিসি সদস্য সন্তোষ কুমার পাল, শেখ সহিদুল ইসলাম, নাগরিক কমিটির সদস্য রনজিৎ কুমার ঘোষ, ওয়ার্ক এ্যাসিসটেন কার্য সহকারী ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার করনির্ধারক নাজমুল ইসলাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর