তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিহত বাঙালী শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর

আহম্মেদ পাশা তানভীর,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে গত শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রের অভ্যন্তরে নর্থ ইস্ট (নাম্বার-১) ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এনইপিসি) অফিসে চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বয়লারে কর্মরত অবস্থায় সেফটি বেল্ট খুলে নিচে পড়ে নিহত শ্রমিক সাবিন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপুরন বাবদ ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চেকটি গ্রহণ করেন নিহত সাবিন্দ্র দাসের স্ত্রী শুক্লা দাস। এসময় সাবিন্দ্রের বাবা নগেন্দ্র দাস উপস্থিত ছিলেন। এনইপিসি এ ক্ষতিপুরন প্রদান করেন।

কলাপাড়ার ইউএনও মো. মুনিবুর রহমান, বিসিপিসিএল এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল, এনইপিসি’র ভাইস ম্যানেজার মিঃ উ, ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার ক্ষতিপুরনের চেক হস্তান্তর করেন। গত ১৮ জুন বিকেল তিন টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে নিহত হন শ্রমিক সাবিন্দ্র দাস। এঘটনায় লাশ গুমের সৃষ্ট গুজবকে কেন্দ্র করে বাঙালী শ্রমিকরা চায়নীজ শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। রাতে একদল সন্ত্রাসী পাওয়ার প্লান্ট অভ্যন্তরে হামলা-ভাংচুর চালায়। এর প্রেক্ষিতে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাঙালী শ্রমিকদের ১৫দিনের ছুটি দেয়া হয়। তবে পাওয়ার প্লান্ট এলাকায় কয়েকদিনের মধ্যেই বাঙালী শ্রমিকরা কাজে যোগদান করবে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে কঠোর পুলিশি সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছে বিদ্যুৎ প্লান্ট এলাকায়। পরিস্থিতি রয়েছে শান্ত। বাঙালী শ্রমিকরা ফের কাজে যোগদানের প্রস্ততি নিচ্ছে বলে শ্রমিক সরবরাহকারী একাধিক প্রতিষ্ঠান থেকে জানা গেছে। বিসিপিসিএলএর জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহ মনি জিকো জানান, কয়েক দিনের মধ্যেই চায়নীজ শ্রমিকদের সঙ্গে বাঙালী শ্রমিকরা যৌথভাবে পাওয়ার প্লান্টের কাজ শুরু করবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর