আউলিপিয়া ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জে স্বর্ণপদক প্রাপ্ত ফারহানের বিদেশ গমন

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: আমেরিকার বোস্টনে ২ জুলাই হতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বুদ্ধিজীবী প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী ছাত্র ফারহান হোসেন জারিফ সহ সর্বমোট ১২ জন শিক্ষার্থীদের একটি দল রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে একটি ফ্লাইট আমেরিকার উদ্দেশ্যে রওনা করে।

উল্লেখ্য যে, গত ৫ ও ৬ এপ্রিল ‘ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত আউলিপিয়া ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জে অংশগ্রহণ করে ফারহান হোসেন জারিফ স্বর্ণপদক লাভ করার গৌরব অর্জন করে। ফারহান হোসেনের সাথে উজ্জ্বল মাহমুদ ও মুসতাকিম মিকাত নামে আরো দুই শিক্ষার্থীও স্বর্ণপদক লাভ করে। ফারহান হোসেনের স্থানীয় বাড়ি চট্টগ্রামের মোল্লাপাড়ায় অবস্থিত। তার পিতা জনাব ডাঃ জাকির হোসেন ও ডাঃ রাহেলা বানু দুজনেই পেশায় স্বনামধন্য ডাক্তার ও সমাজসেবী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর