আমি কি তোমার দেশে ঢুকতে পারি?: ট্রাম্প

কিছুক্ষণ আগেই উত্তর কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরীয় ভূখণ্ডে পা রেখেছেন তিনি।

দেশটির নেতা কিম জং উনের সঙ্গে দুই কোরীয় সীমান্তের মধ্যবর্তী স্থান ডিমিলিট্যারাইজড জোনে (নিরস্ত্রীকরণ অঞ্চল) সাক্ষাত ও করমর্দনের পর উত্তর কোরিয়ায় প্রবেশ তিনি।

উত্তর কোরিয়ায় প্রবেশ প্রসঙ্গে ট্রাম্প জানান, করমর্দনের পর তিনি কিমকে জিজ্ঞেস করেছিলেন যে, আমি কি তোমার দেশে আসতে পারি।

তিনি জানান, তার কোনো ধারনা ছিলোনা যে কিম কি উত্তর দেবেন।

ট্রাম্প বলেন, তার প্রশ্ন শুনে কিম হেসে উত্তর দেন যে, আমার দেশে আপনি আসলে আমি সম্মানবোধ করব।

এর পরই তিনি উত্তর কোরিয়ায় প্রবেশ করেন এবং এক নতুন ইতিহাসের সৃষ্টি হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর