যুদ্ধের আবহে ধোনিকে কি বলেছেন মাশরাফি? ক্রিকেটপাড়ায় তোলপাড়

আজ বার্মিংহ্যামে বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডকে মোকাবেলা করবে চলতি বিশ্বকাপে এক মাত্র অপরাজিত থাকা বিরাট কোহলির দল ভারত। এরপার ২ জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবেন মেন ইন ব্লুরা।দুই মহারণের আগে একই হোটেলে অবস্থান করছে ভারত ও বাংলাদেশ দল। এর বদৌলতে সাক্ষাৎ ঘটেছে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজার। দেখা হওয়া মাত্রই হাত মেলান তারা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে।

চলতি বিশ্বকাপে ভারতের সাবেক দলনেতা বাংলাদেশের ক্যাপ্টে প্যান্টিাস্টিকের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তবে দু’দলই খেলছে দুর্দান্ত।এমন সাফল্যের পেছনে অবদানও এই দু’জনের। একজন স্ট্যাম্পের পেছন থেকে দলকে এগিয়ে নিচ্ছেন আরেকজন দলকে বুকে আঘলে রাখছেন।যার উষ্ঞতায় এগিয়ে যাচ্ছে দু’দেশের ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলের খবর, অভিভাবকের মতো দলকে আগলে রাখেন মাশরাফি। তার ‘তুই পারবি’ ভোকাল টনিক রীতিমতো ‘ঐতিহাসিক’ তকমা পেয়ে গেছে। যদিও সমালোচকরা এখন ওই মন্তব্য নিয়েই তাকে খোঁটা দিচ্ছেন।

অনেকেই হাসির ছলে বলেছেন, হাত মেলানোর সময় ধোনিকেও সম্ভবত ‘তুই পারবি’ বলে থাকতে পারেন বাংলাদেশ অধিনায়ক। যাই হোক ক্রিকেট মাঠের যুদ্ধে হার-জিত থাকবেই। তবে সৌজন্যে খামতি থাকলে তো চলে না। এ ছবি সেটিই বোঝাচ্ছে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এখনও সেমিফাইনালে যাওয়ার আশা রয়েছে টাইগারদের। ভারত ও পাকিস্তানকে হারাতে পারলেই মিলতে পারে শেষ চারের টিকিট।

সবশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতকেও চাপে ফেলেছিল তারা। তাই আশায় বুক বেঁধেছেন বাংলাদেশি সমর্থকরা। বিশ্বকাপে ব্যাটে-বলে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। ফলে ভারত-বাংলাদেশ দ্বৈরথ জমজমাট হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর