আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই সাকিব-মুস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে। দেশের হয়ে খেলার জন্য আইপিএলের বাকি অংশে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের খেলা সম্ভব ছিল না।

কেননা ওই একই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু এখন আর কোনো বাধা রইলো না, সিরিজটি স্থগিত হয়েছে। ২০২৩ সালের মার্চে বাংলাদেশ আসবে ইংলিশরা।

এই সিরিজটি স্থগিত হওয়ায় আইপিএলে খেলার রাস্তা খুলে গেছে সাকিব-মুস্তাফিজের। সাকিব-মুস্তাফিজ চাইলেই তাদেরকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, সাকিব-মুস্তাফিজ যদি আবেদন করে এবং আমাদের যদি কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকে তাহলে ওরা আইপিএলে যেতে পারবে। তবে ওদের কাছ থেকে এখনও কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে বোর্ড সিদ্ধান্ত নেবে।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেছেন সাকিব। তিন ম্যাচে ৩৮ রান করার পাশাপাশি নিয়েছেন দুই উইকেট। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৭ ম্যাচের সবগুলোতে খেলে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর